অনূর্ধ্ব–১৭

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল রোনালদোর পর্তুগাল

পর্তুগাল ফুটবল দল
পর্তুগাল ফুটবল দল © সংগৃহীত

প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বৃহস্পতিবার রাতে কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল।

পর্তুগাল ও অস্ট্রিয়া দুই দলই সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে জেতার। ম্যাচের শুরু থেকেই আক্রমণ–প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধেও অস্ট্রিয়া সমতায় ফিরতে পারেনি।

বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। ৫৮ শতাংশ বল ছিল তাদের পায়ে। ১০টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অস্ট্রিয়া ৪২ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্য বরাবর। ফাউলের ছড়াছড়ি ছিল ম্যাচজুড়ে, দুই দল মিলে করেছে ৪৩টি ফাউল।

ম্যাচ ঘড়ির ৩২তম মিনিটে আনিসিও কাব্রালের গোলে লিড নেয় পর্তুগাল। তবে কাব্রালের চেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য কুনহার। ডানদিক থেকে তিনি চাইলে নিজেই শট নিতে পারতেন, কিন্তু ঝুঁকি না নিয়ে নিখুঁত পাস বাড়ান কাব্রালকে। বাঁ-পায়ের নরম টোকে গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড।

৪১তম মিনিটে স্পট–কিক থেকে আরও একটি সুযোগ পায় পর্তুগাল। পেনাল্টি বক্সের সামনে কিছুক্ষণ বল ঘুরলেও স্পষ্ট সুযোগ তৈরি করতে না পেরে বল নিজেদের অর্ধে সরিয়ে পুনরায় আক্রমণের প্রস্তুতি নেয় তারা।

প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে থাকে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করে অস্ট্রিয়া। বিশেষ করে ৮০তম মিনিটে হোপম্যানের মিডফিল্ড থেকে নেওয়া শট আরেকটু নিখুঁত হলে, কিংবা নুদুকের হেড যদি লক্ষ্যে থাকত, তাহলে সমতায় ফিরতে পারত তারা। দুই মিনিট পর আবারও আক্রমণে যায় অস্ট্রিয়া, তবে এবারও বাধা হয়ে দাঁড়ায় পর্তুগালের সলিড ডিফেন্স।

যোগ করা সময়েও গোলের দেখা পায়নি অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ১–০ গোলের জয়েই পর্তুগাল লেখে নতুন ইতিহাস।