নন-ক্যাডার থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭ পদ বাতিল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৫তম বিসিএসে নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৫৪৫ জনকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে কাউকে নিয়োগ দেয়নি পিএসসি।  

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে শূন্যপদ ছিল ১ হাজার ২২টি। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে নিয়োগ না দিতে পিএসসিকে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে এ পদগুলো বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল। ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদের মোট ৫৬৫ (পাঁচশত পঁয়ষট্টি) সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ (পাঁচশত পঁয়তাল্লিশ) পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে (provisionally) সুপারিশ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ আগস্ট ২০২৫ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১৭.২২ (অংশ-১)-২৭৩ নম্বর পত্রের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ১২তম গ্রেডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদ ৪৫তম বিসিএস এর নন-ক্যাডার হতে অধিযাচন বাতিল করা হয়েছে।