বোলিংয়ে এসেই স্টার্লিংকে ফেরালেন তানজিম

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ © সংগৃহীত

আক্রমণাত্মক ব্যাটিংই শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সেই ঝড় থামান তানজিম সাকিব। প্যাভিলিয়নে ফেরান পল স্টার্লিংকে। টাইমিং ভুল করে স্টার্লিং বলটি আকাশে তুললে সেটি নিরাপদে হাতে জমা নেন সাইফ। ১৮ বলে ২১ করে ফেরেন স্টার্লিং। আর তাতেই ৪০ রানে ভাঙে আয়ারল্যান্ডের ওপেনিং জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪৫ রান। উইকেটে আছেন দুই টেক্টর।

এর আগে, টস জিতে শুরুতেই আইরিশদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের একাদশে থাকা ১১ জনের তিনজন আজ নেই। অবশ্য তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান একাদশে ঢুকেছেন। তবে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ একাদশে জায়গা পাননি।