ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ বোলার
- ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৬
শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেই মোমেন্টাম কিছুটা থমকে যায়। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে আবারও জয়ধারায় ফেরার নতুন চ্যালেঞ্জের মুখে লিটন দাসের দল। এমন সমীকরণে টস ভাগ্যও সহায় হয়েছে বাংলাদেশের।
টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের একাদশে থাকা ১১ জনের তিনজন আজ নেই। অবশ্য তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান একাদশে ঢুকেছেন। তবে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ একাদশে জায়গা পাননি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।