দলে অনুপ্রবেশকারী নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
- ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১০
দলে অনুপ্রবেশকারী ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসপন্থী কর্মীদের মধ্যে পারিবারিক কলহ রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের বাড়িঘরেও ভাঙচুর হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: আন্দোলনকারীদের দখলে এনটিআরসিএ ভবন, লাঞ্ছনা আতঙ্কে বাইরে ঘুরছেন কর্মকর্তারা
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কয়েকজন নেতা শাহাবুর মোল্লার গ্রুপে যোগ দিয়ে সংঘর্ষে উসকানি দিচ্ছেন। তবে এ বিষয়ে শাহাবুর মোল্লার মন্তব্য পাওয়া যায়নি। ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদ বিশ্বাস বলেন, আওয়ামী লীগের লোকজন এখন বিএনপি পরিচয়ে সংঘর্ষ করছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।