‘মেক দ্য ডিফারেন্স’ প্রত্যয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন, ডিগ্রি পেলেন ২০৫৫ গ্র্যাজুয়েট

শিক্ষার্থীর হাতে চ্যান্সেলরের গোল্ড মেডেল তুলে দিচ্ছেন  জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির
শিক্ষার্থীর হাতে চ্যান্সেলরের গোল্ড মেডেল তুলে দিচ্ছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির © টিডিসি ফটো

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মেরুল বাড্ডায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব, টেকসই ও অত্যাধুনিক ক্যাম্পাসে আয়োজিত এ সমাবর্তনের আয়োজন করা হয়।

এবারের সমাবর্তনের প্রতিপাদ্য ছিল ‘মেক দ্য ডিফারেন্স’। এবারই প্রথম ব্র্যাক ইউনিভার্সিটির এ ইনার সিটি ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হলো। উৎসবমুখর এবং জমকালো এবারের এ সমাবর্তনে অংশ নিয়েছেন ৩৪টি প্রোগ্রামের মোট ২ হাজার ৫৫ জন শিক্ষার্থী। 

সমাবর্তনে দুইজন শিক্ষার্থীর হাতে চ্যান্সেলরের গোল্ড মেডেল এবং ২৮ জন শিক্ষার্থীর হাতে ভাইস-চ্যান্সেলরের গোল্ড মেডেল তুলে দেওয়া হয়। ১৫টি স্নাতক প্রোগ্রাম থেকে ১ হাজার ৫৯২ জন, ১৬টি স্নাতকোত্তর প্রোগ্রাম থেকে ৪৩৭ জন এবং ৩টি পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম থেকে ২৬ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও শিক্ষার্থীদের ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের ভাইস-চ্যান্সেলর এবং দক্ষিণ বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা অ্যাডাম হাবিব।

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন তামারা হাসান আবেদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর এম আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ভ্যালেডিক্টোরিয়ানের বক্তব্য দেন চ্যান্সেলরের গোল্ড মেডেলপ্রাপ্ত রানা তাবাসসুম।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সমাবর্তন কমিটির চেয়ার ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সাদিয়া হামিদ কাজী।