জামায়াতের নায়েবে আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- ২৭ নভেম্বর ২০২৫, ১৬:১৫
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের এই নেতাকে দেখতে যান ফখরুল।
আরও পড়ুন: নার্সিং ভর্তি পরীক্ষা হতে পারে ২৩ জানুয়ারি
এসময় তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। সেই সঙ্গে তিনি চিকিৎসকদের কাছ থেকেও তাহেরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান।