মাই নাম্বার, মাই রুলস আন্দোলনে কোন তারকার কত সংখ্যা
- ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৫৬
ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে আন্দোলনে সবর হয়েছে তারকারা। তাদের এই আন্দোলনের নাম ‘মাই নাম্বার, মাই রুলস’। আন্দোলনটি টানা ১৬ দিন সামাজিকমাধ্যমে চলবে । ‘মাই নাম্বার, মাই রুলস’ নামের এই আন্দোলনের মাধ্যমে বিনোদন অঙ্গনের তারকারা প্রতিদিন অনলাইনে তাঁরা কতবার হয়রানির শিকার হন, সেই সংখ্যাটি প্রকাশ করছেন।
এই আন্দোলনের প্রথম আওয়াজ তোলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর তিনি গালে '৯' লিখে জানান, প্রতিদিন কমপক্ষে ৯টি সাইবার হয়রানির শিকার হন তিনি। তিনি তাঁর ক্যাপশনে লেখেন, ‘মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম, ভয়, অপমান...’। তিশা সবাইকে নিজেদের কণ্ঠস্বর সংখ্যা দিয়ে প্রকাশ করার আহ্বান জানান।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অভিনেত্রী রুনা খানের নম্বর ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, প্রার্থনা ফারদিন দীঘির ‘৩’, মৌসুমী হামিদের ‘৭২’, সাজিয়া সুলতানা পুতুলের ‘৯’, আশনা হাবিব ভাবনার ‘৯৯ প্লাস’ সংখ্যা প্রকাশের মাধ্যমে নিজেদের হয়রানির সংখ্যা প্রকাশ করেছেন তাঁরা।
আন্তর্জাতিকভাবে চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারণার অংশ হিসেবে এই 'মাই নাম্বার, মাই রুলস' আন্দোলন বাংলাদেশে ১৬ দিনব্যাপী চলবে। তারকারা চান, এই সংখ্যাগুলোর মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করে সমাজের ভেতরের এই সমস্যাকে আরও বড় পরিসরে সামনে আনতে। ভাবনা ‘৯৯+’ লিখে ক্যাপশনে নারীদের উৎসাহিত করেছেন যেন তারা ‘আরো জোরে আওয়াজ তোলো’। তাদের একটাই আহ্বান: চুপ না থেকে সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।