সাত দেশে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিবন্ধন সাময়িক স্থগিত
- ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৪৫
বিশ্বের সাত দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িক স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত— উল্লিখিত দেশগুলোতে ডাকযোগে ভোট প্রদান (Postal Ballot) সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: আন্দোলনকারীদের দখলে এনটিআরসিএ ভবন, লাঞ্ছনা আতঙ্কে বাইরে ঘুরছেন কর্মকর্তারা
সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতীত ভোটারদের নিকট ডাকযোগে ব্যালট পেপার প্রেরণ করা সম্ভব নয়। পরবর্তী করণীয় সম্পর্কে শিগগিরই অবহিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।