হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা, গুলিবিদ্ধ ২

 হোয়াইট হাউজ এরিয়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা
হোয়াইট হাউজ এরিয়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা © সংগৃহীত

ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসসংলগ্ন এলাকায় ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, ওই দুই সদস্যের অবস্থা গুরুতর। এই হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে হবে। বিষয়টিকে আইন-প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাঁকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।