ঢাবির টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির ঘোষণা

ইয়াসির আরেফিন তন্ময়, আলফি লাম ও আলামিন পলাশ
ইয়াসির আরেফিন তন্ময়, আলফি লাম ও আলামিন পলাশ © সংগৃহীত

দীর্ঘ ১০৪ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন আগামী ১ বছরের জন্যে ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

এতে আহ্বায়ক হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরেফিন তন্ময় এবং সদস্য সচিব হয়েছেন জিন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী আলফি লাম এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী আলামিন পলাশ। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি এ কমিটির অনুমোদন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টাদের পক্ষে সুলতান সালাউদ্দিন টুকু।

আহ্বায়ক ইয়াসির আরেফিন তন্ময় বলেন, নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে যারা আমাকে দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই আমি টাঙ্গাইলের সিনিয়র থেকে জুনিয়র সবার মধ্যে দৃশ্যমান ঐক্য গড়ে অগ্রগতি নিশ্চিত করতে চাই। ঐক্যের সঙ্গে অগ্রগতি আবশ্যক। কেন না এখানে আসার আমাদের মূল উদ্দেশ্যই অগ্রগতি। অগ্রগতিতে সদ্য আসা জুনিয়র থেকে চলমান ব্যাচের কেউ সমস্যায় পড়লে যেন ঐক্য ও সৌহার্দ্যের সঙ্গে একে অপরের পাশে থাকতে পারি। 

নতুন এ কমিটির সদস্য সচিব আলফি লাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রকল্যাণের ভূমিকা অতুলনীয় এবং আজ আমি অত্যন্ত গর্বিত যে, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়েছে। টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে আসছে। এই সমিতির নতুন সভাপতি হিসেবে আমার লক্ষ্য হবে—শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক উৎকর্ষতা সাধন। 

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, আমাদের একাত্মতা ও সহযোগিতার মাধ্যমে আমরা সমিতির আদর্শকে আরো সুদৃঢ় এবং কার্যকরী করতে পারব। আমি সদস্যদের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা ছাত্রকল্যাণের লক্ষ্যে অগ্রগতি অর্জন করতে সক্ষম হই। আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে, ছাত্রদের স্বার্থরক্ষায় সবসময় সচেষ্ট থাকব। সবার সাহায্য এবং সমর্থন নিয়ে আমাদের এই যাত্রা সফল হবে।