শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গানে নৃত্যানুষ্ঠানের পর বদলি করা হলো সেই ইউএনওকে
- ২৬ নভেম্বর ২০২৫, ২১:২৭
পটুয়াখালীর বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে ইউএনওর সামনে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনাকে’ নিয়ে রচিত গানের সঙ্গে নৃত্য পরিবেশনের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। দুপুরে এ ঘটনার ঘটলে প্রতিবাদ জানায় বিএনপির নেতারা। পরে সন্ধ্যায় প্রকাশিত এক প্রজ্ঞাপনে বাউফলে ইউএনও আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ‘প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একজন শিল্পীর গাওয়া ওই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে এক শিক্ষার্থী। ওই গানের একাংশে শেখ হাসিনাকে নিয়ে রচিত। গানের একাংশে ‘বঙ্গকন্যা’ শব্দের ব্যবহার শোনা যায়।
অনুষ্ঠানের আয়োজক করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও অতিথি ইউএনও আমিনুল ইসলামসহ অন্যান্য অতিথিরা কিছু বুঝে ওঠার আগেই বিএনপির কয়েকজন কর্মী ও সমর্থক উচ্চস্বরে ঘটনার প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ফিরোজ বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তাইতো উপজেলা প্রশাসন অনুষ্ঠানে এ ধরনের গানের ব্যবহার করেছেন।’
এদিকে ঘটনার পর সন্ধ্যায় প্রকাশিত একটি প্রজ্ঞাপনে বাউফলের ইউএনও আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। যদিও প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ করা হয়নি।
ইউএনও আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরেই নানান বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে হামলা, সাংবাদিককে জেলে ভরে দেওয়ার হুমকি, রাস্তায় সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল নামানো, আদালত অবমাননা, সরকারি বরাদ্দকৃত খাসজমি রাজস্ব আত্মসাৎ, বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে অসদাচারসহ নানান ঘটনা আমিনুল ইসলাম ব্যাপক সমালোচিত হয়েছেন।
এ ব্যাপারে প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু রায়হান ও ইউএনও আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সংযোগ পাওয়া সম্ভব হয়নি।