মানিকগঞ্জে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

হেফাজতে ইসলামের লোগো
হেফাজতে ইসলামের লোগো © সংগৃহীত

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর কটূক্তিমূলক বক্তব্য প্রদান ও তৌহিদী জনতার ওপর উদ্দ্যেশ্যপ্রণদিত হয়রানির চেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জ জেলায় মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী শনিবার (২৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা শহরের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (বিজয় মেলা মাঠ) সকাল ১০টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হেফাজত নেতারা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান ও প্রচার সম্পাদক মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

নেতারা জানান, মহাসমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।