বিপিএলে হঠাৎ নোয়াখালী কীভাবে দল পেল, নেপথ্যে কী

২০২৬ বিপিএলের নিলাম হবে ৩০ নভেম্বর
২০২৬ বিপিএলের নিলাম হবে ৩০ নভেম্বর © ফাইল ছবি

২০২৬ বিপিএলের জন্য পাঁচটি দল চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে তালিকায় ছিল রংপুর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট। সব প্রস্তুতি প্রায় শেষ, নিলাম দরজায়, ঠিক তখনই অবিশ্বাস্যভাবে যুক্ত হলো নতুন দল নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এমন ঘটনা বিরল।

শুরুতে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি পেতে একটি প্রতিষ্ঠান আবেদন করলেও বিসিবি তা গ্রহণ করেনি। কিন্তু নিলামের মাত্র এক সপ্তাহ আগে পরিস্থিতি পাল্টে যায়। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে অনুমোদন পায় দেশ ট্রাভেলস। কীভাবে হঠাৎ এই অনুমোদন দেওয়া হলো, ক্রিকেটপ্রেমীদের কাছে তা নিয়ে গুঞ্জন রয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু আজ সাংবাদিকদের বলেন, ‘পাঁচ দল চূড়ান্ত হওয়ার পর কোয়াবের সঙ্গে বসেছিলাম। তারা অনুরোধ করেছিল, ছয় দল হলে অন্তত আরও ১৫–২০ জন স্থানীয় ক্রিকেটার বিপিএল থেকে আয়ের সুযোগ পাবে। কিন্তু ১০ কোটি টাকার শর্ত পূরণ না করলে কাউকে নেওয়া যায় না। শেষ মুহূর্তে কয়েকজন আগ্রহ দেখায়। তিন দিন আগে তাদের টাকা জমা দেওয়ার কথা বলা হয়েছিল। দেশ ট্রাভেলস ক্যাশ জমা দিয়েছে। সেজন্যই তাদের যুক্ত করা হয়েছে। স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বিবেচনাও ছিল।’

তিনি আরও বলেন, ছয় দল থাকলে প্রতিদিন দুটি ম্যাচ দেওয়া সহজ হয়, সূচি তৈরির সুবিধার জন্যও অতিরিক্ত দল যুক্ত করা হয়েছে।

এ ছাড়া ইফতেখার জানান, পারিশ্রমিক, ফিক্সিং ও শৃঙ্খলা–সংক্রান্ত বিষয়ে বিসিবি এবার সর্বোচ্চ কঠোর থাকবে। টুর্নামেন্টে ২৫০ জন দেশি-বিদেশি মানসম্পন্ন ক্রিকেটার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এবারের বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেতে যাওয়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএমজিকে দেখা যাবে না। আইএমজির সঙ্গে বিসিবির তিন বছরের চুক্তি থাকলেও তা কার্যকর হবে পরের বিপিএল থেকে; ফলে এবারের আসরে তারা যুক্ত হচ্ছে না।

২০২৬ বিপিএলের নিলাম হবে ৩০ নভেম্বর। টুর্নামেন্ট শুরু ১৯ ডিসেম্বর, সিলেটে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়—তবে তারিখ এখনো জানায়নি বিসিবি। ফাইনাল ২৩ জানুয়ারি।