ঘরের মাঠে ভারতকে ধবলধোলাইয়ের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা
- ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৪৬
ঘরের মাঠে ভারতকে ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে নাটকীয় ৩০ রানে জয়ের পর দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়েছে তারা। টেস্ট ক্রিকেটে রানের হিসেবে এটা ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।
এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল তারা। এর আগে কলকাতা টেস্টে ভারতকে ৩০ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ২৫ বছরের অপেক্ষা ফুরাল তাদের। এর আগে সবশেষ ২০০০ সালে এশিয়ান দেশটিতে টেস্ট সিরিজ জিতেছিল আফ্রিকান জায়ান্টরা।