গ্রুপ আড্ডা থেকে দলীয় মিটিং, সবই হবে চ্যাটজিপিটিতে—কীভাবে করবেন
- ২৬ নভেম্বর ২০২৫, ১১:৪৮
চ্যাটজিপিটি নির্মাতা সংস্থা ওপেনএআই এবার একক ব্যবহার সীমিত রাখছে না। নতুন ফিচারের মাধ্যমে একাধিক ব্যবহারকারী একই এআই ভিত্তিক আলাপে যুক্ত হতে পারবেন। বর্তমানে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও নিউজিল্যান্ডের ফ্রি, প্লাস এবং প্রো ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারছেন। প্রাথমিক প্রতিক্রিয়ার পর ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী চালুর পরিকল্পনা রয়েছে।
নতুন ফিচারে সর্বোচ্চ ২০ জন ব্যবহারকারী একসাথে আলাপ করতে পারবে। গ্রুপের যে কেউ বার্তা পাঠাতে পারবেন এবং চ্যাটজিপিটি পুরো আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী উত্তর দেবে। এছাড়া গ্রুপ-নির্দিষ্ট নির্দেশনা যেমন টোন, আলাপের ধরন বা ব্যক্তিত্বও ঠিক করা যাবে।
ওপেনএআই জানিয়েছে, এই ফিচার ব্যবহার করে ট্রিপ পরিকল্পনা, দলীয় মিটিং, ব্রেইনস্টর্মিং, প্যাকিং লিস্ট তৈরি, গবেষণার আউটলাইন লেখা বা প্রজেক্টের দায়িত্ব ভাগ করার মতো কাজ করা সম্ভব। চ্যাটজিপিটি আইডিয়া গুছাতে ও কাজ এগিয়ে নিতে সহায়তা করবে।
গ্রুপ চ্যাট শুরু করতে ব্যবহারকারীরা যে কোনো চ্যাটে থাকা মানুষ আইকনে চাপ দিয়ে যোগদানের লিঙ্ক পাঠাতে পারবেন। প্রোফাইল ছবি দেখা যাবে, এবং চ্যাটজিপিটি সেই ছবির ভিত্তিতে ব্যক্তিগত ইমেজ প্রম্পট তৈরি করতে পারবে। ব্যবহারকারীরা বার্তা পাঠানো, আলাপের ধরন ঠিক করা এবং ইমোজি রিয়েকশনও ব্যবহার করতে পারবেন।
ওপেনএআই আরও জানিয়েছে, গ্রুপ চ্যাটে মেমরি ব্যবহার করা হয় না, অংশগ্রহণকারীদের অবশ্যই যোগদানে সম্মতি দিতে হবে, এবং শুধুমাত্র গ্রুপের নির্মাতাকেই চ্যাট থেকে বাদ দেওয়া যায় না।
ব্যবহারের ধাপসমূহ:
১. যে কোনো চ্যাটে থাকা মানুষ আইকনে চাপ দিন।
২. গ্রুপে যোগ হওয়ার জন্য লিঙ্ক পাঠান।
৩. প্রোফাইল ছবি দেখা যাবে, চ্যাটজিপিটি সেই ছবির ভিত্তিতে ছবি বা আইডিয়া সাজাতে পারবে।
৪. বার্তা পাঠানো, আলাপের ধরন ঠিক করা এবং ইমোজি রিয়েকশন ব্যবহার করা যাবে।