৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের এমপিও আবেদন অনুমোদনে নতুন নির্দেশনা
- ২৬ নভেম্বর ২০২৫, ১০:০৬
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তারাধীন এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্যপদে সুপারিশপ্রাপ্ত হয়েছে কর্মরত অনেক শিক্ষকের আবেদন এমপিওতে যুক্ত হয়নি। তাদের আবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অনুমোদন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (স্কুল ও কলেজ) এনটিআরসিএ-এর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তারাধীন এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্যপদে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করে কর্মরত আছেন।
স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে অনলাইনে এমপিওভুক্তির আবেদন যথাসময়ে করা সত্বেও ইএমআইস সার্ভারের জটিলতায় আবেদন নভেম্বর-২০২৫ মাসের এমপিওতে যুক্ত হয়নি। এ ধরনের অনিস্পন্ন (Pending) এমপিও আবেদন বিধিমোতাবেক অনুমোদন করে ডিসেম্বর-২০২৫ মাসের এমপিওতে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: পিএসসির চিফ ইন্সট্রাক্টর নিয়োগে অভিজ্ঞতা যাচাই নিয়ে প্রশ্ন, রিট করে ৩৬ জনের সুযোগ
এ অhস্থায়, এটিআরসিএ-এর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত জনবলের অনিস্পন্ন (pending) এমপিও আবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অনুমোদন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।