এক ম্যাচে ১০ বদলি খেলোয়ার নামিয়ে যে ব্যাখ্যা দিলেন গার্দিওলা
- ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১২
নিজের কোচিং ক্যারিয়ারে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগে নিজের কোচিং ক্যারিয়ারের শততম ম্যাচে নেমেছিলেন তিনি। তবে মাইলফলকটি সুখকর হয়নি তার। মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় রাত দুইটা থেকে শুরু হওয়া ম্যাচে লেভারকুসেনের কাছে ২-০ গোলে হেরেছে গার্দিওলার ম্যান সিটি। চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে প্রথম হার দেখল সিটিজেনরা।
এই হারকে ছাপিয়েও গার্দিওলা আলোচনায় এসেছেন অন্য এক কারণে। ম্যাচে ১০ খেলোয়ার বদলি করিয়েছেন তিনি। অভিজ্ঞ সব খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে বায়ার লেভারকুসেনের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। তাতেই আসল ধরা খেলেন পেপ গার্দিওলা।
এদিন পিএসজি থেকে নতুন মৌসুমে উড়িয়ে আনা গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা, নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড ও ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেনদের বেঞ্চে বসিয়ে রাখেন গার্দিওলা। দ্বিতীয়ার্ধে তীব্র সমস্যায় তাঁদের বদলি হিসেবে নামান। তাতে দলের ভাগ্য পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।
অভিজ্ঞদের বেঞ্চে বসিয়ে রাখার জন্য ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করেন স্পেন কোচ। টিএনটি স্পোর্টসে গার্দিওলা বলেন, ‘দায়ভার আমি নিজের কাঁধে নিচ্ছি। তবে আমি মনে করি শুরুর একাদশে যাঁরা খেলেছে তাঁরা অসাধারণ খেলোয়াড়। তাঁদের কাছ থেকে সর্বোচ্চ লেভেলের পারফরম্যান্স পাইনি এটা সত্য। এখন আমাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য লড়তে হবে।’
দলের হারের কারণ হিসেবে তিনি বলেন, ‘তারা (লেভারকুসেন) ভালো খেলেছে। আমরা ও ভালো খেলেছি। আমাদের তাদের চেয়ে বেশি সুযোগও ছিল, কিন্তু তা সব পূর্ণ সুযোগ ছিল না।’
শুরুর একাদশে ১০ পরিবর্তন নিয়ে গার্দিওলা বলেন, ‘আমাকে এটা মেনে নিতে হবে। যদি আমরা জিততাম, কোনো সমস্যা হতো না। হয়তো অনেক বদলি করা হয়েছে। কিন্তু প্রতি দুই বা তিন দিনে খেলা থাকায় পরিবর্তন জরুরি ছিল। হয়তো এটা বেশি হয়ে গেছে।’