চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে উড়িয়ে দিল চেলসি
- ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৮
চ্যাম্পিয়নস লিগে ইংলিশ জায়ান্ট চেলসির সামনে দাঁড়াতেই পারল না লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে ৩–০ ব্যবধানে হার মানে কাতালানরা। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে, পরে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা প্রথমার্ধে কোণঠাসা হয়ে যায়। বিরতির পরও বদলাতে পারেনি তাদের দুর্দশা। বরং এস্তেভোঁর চমৎকার গোল ব্যবধান আরও বাড়ায়। শেষ দিকে লিয়াম ডেলাপ নিশ্চিত করেন লন্ডন ক্লাবের দারুণ জয়।
ম্যাচ জুড়ে আধিপত্য ছিল চেলসির। পরিসংখ্যানে স্পষ্ট, ৫৫ শতাংশ পজেশন রেখে ১৫টি শট নেয় মারেস্কার দল, যার ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে বার্সেলোনার পাঁচ শটের দুইটি লক্ষ্যে যায়। অফসাইড ও হ্যান্ডবলের কারণে আরও তিনবার বল জালে জড়ালেও গোল পায়নি স্বাগতিকরা।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচে চেলসি। সমান ম্যাচে দ্বিতীয় হারের পর ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। অন্যদিকে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান চার ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে প্রথম তিন স্থানে রয়েছে।
চতুর্থ মিনিটেই চেলসিকে এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়। নিকট দুরুত্ব থেকে এন্সো ফার্নান্দেস বল পাঠালেও তার আগে ওয়েসলি ফোফানার হাতে বল লাগায় গোল বাতিল করেন রেফারি। ষষ্ঠ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন বার্সেলোনার ফেররান তোরেস। লামিনে ইয়ামালের পাস পেয়ে সামনে শুধু গোলরক্ষক, তবু পেনাল্টি স্পট থেকে বাইরে মেরে বসেন তিনি।
২২তম মিনিটে আবারও জালে বল জড়ান ফার্নান্দেস, কিন্তু অফসাইডে বাতিল হয় গোল। দুই মিনিট পর দুর্দান্ত সুযোগ নষ্ট করেন পেদ্রো নেতো। ২৭তম মিনিটে ফার্নান্দেসের শট ফেরান তোরেস আটকাতে পারলেও বল লেগে কুন্দের পায়ে জড়িয়ে জালে প্রবেশ করে—আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। ৪৪তম মিনিটে কুকুরেইয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক রোনাল্দ আরাউহো। ১০ জনের দলে পরিণত হয় কাতালানরা।
৫০তম মিনিটে অফসাইডে আরেকটি গোল বাতিল হয় চেলসির। তবে ১০ মিনিট পর আর আটকাতে পারেনি বার্সা। রিস জেমসের পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত গোল করেন এস্তেভোঁ। ৬২তম মিনিটে কোচ হান্সি ফ্লিক লেভানদোভস্কি ও ফের্মিন লোপেসকে তুলে রাফিনিয়া ও ক্রিস্টেনসেনকে নামালেও ম্যাচের চিত্র বদলায়নি।
৭৩তম মিনিটে ফার্নান্দেসের পাসে গোল করে স্কোরলাইন ৩–০ করেন লিয়াম ডেলাপ। অফসাইডের পতাকা উঠলেও ভিএআরে গোলের স্বীকৃতি মেলে। ৮১তম মিনিটে রাফিনিয়ার শট দুর্দান্ত নৈপুণ্যে রুখে দেন চেলসি গোলরক্ষক রবের্ত সানচেস। শেষ পর্যন্ত আর কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।
লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৪–০ জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে দেখা মিলল সম্পূর্ণ ভিন্ন গল্পের।
ঘরোয়া লিগে আগামী শনিবার আলাভেসের বিপক্ষে মাঠে নামবে তারা।