ময়মনসিংহে ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ
- ২৫ নভেম্বর ২০২৫, ২০:০০
ময়মনসিংহের ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এতিমখানা এলাকা থেকে পিকআপ ভর্তি ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করে।
থানা সূত্র জানা যায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সিগনাল দেয়। পুলিশের সিগন্যাল অমান্য করে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যায়। পুলিশ পিছু নিলে এতিমখানা এলাকার কাছে পিকআপটি রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহ হলে পুলিশ সেটির পেছনে ধাওয়া করে। পরে এতিমখানা এলাকার কাছে পিকআপটি রাস্তার পাশে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এরপর গাড়ি তল্লাশি করে ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট ভদকা এবং ব্লান্ডারস প্রাইডসহ কয়েকটি জনপ্রিয় বিদেশি ব্র্যান্ড।