প্রবাসীর বাড়িতে হামলার চালিয়ে দুই দিন অবরুদ্ধ, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার
- ২৫ নভেম্বর ২০২৫, ১৯:৪১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রবাসী এক পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গত শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামের দুইতলা বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫-২০ জন দেশীয় অস্ত্রধারী লোকজন বাড়িতে ঢুকে জানালার কাচ, পানির ট্যাংক, স্যানিটারি পাইপ ও বৈদ্যুতিক সুইচবোর্ড ভাঙচুর করে। পরে মেইন গেটের লক ভেঙে ভেতরে ঢুকে অভিযোগকারীসহ তার বাবা ও ছোট ভাইকে লোহার রড দিয়ে মারধর করে বাড়ির বাইরে তাড়িয়ে দেয়। আহত তিনজন পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
অভিযোগে বলা হয়, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির পানি লাইন বন্ধ করে দেয় এবং অভিযোগকারীর মা ফাতেমা জাফরকে ভেতরে অবরুদ্ধ অবস্থায় রেখে যায়। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। ঘটনার আগেই মঙ্গলবার (১৮ নভেম্বর) হামলার হুমকি পেয়ে পরিবারটি থানায় জিডি করেছিল।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘আমাদের ওপর দুই দিন ধরে আতঙ্ক তৈরি করা হয়েছিল। পানি-বিদ্যুৎ কেটে দেওয়া হয়। হামলার পর চট্টগ্রাম মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে হয়। আমরা এখনো নিরাপত্তাহীনতায় আছি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, ‘পরিবারটিকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’