আশরাফুলের কাজে ইতিবাচক সাড়া দেখছে টিম ম্যানেজমেন্ট
- ২৫ নভেম্বর ২০২৫, ১৬:১৫
সবশেষ কয়েকটি সিরিজে ব্যাট হাতে সময়টা মোটেই সুখকর ছিল না বাংলাদেশের। একের পর এক সিরিজে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খায় টাইগার ব্যাটাররা। অবশেষে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ছন্দে ফেরার প্রতিধ্বনি দেখান লাল-সবুজের প্রতিনিধিরা। টপ-অর্ডার থেকে মিডল-অর্ডার সব ব্যাটাররাই নিজেদের নৈপুণ্য দেখিয়েছেন।
এই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে লাল-সবুজ শিবিরে কাজ করছেন মোহাম্মদ আশরাফুল। অবশ্য, প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল আইরিশরা হওয়ায় এখনই তাকে কৃতিত্ব দিতে নারাজ অনেকেই। তবে অনুশীলন সেশনসহ ম্যাচ চলাকালেও অ্যাশের দেওয়া পরামর্শগুলো কারোরই নজর এড়ায়নি।
এদিকে টেস্ট সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার অপেক্ষায় দল দুটি। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে এরই মধ্যে ম্যাচ ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে দুই দলই। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।
সাবেক এই নির্বাচক বলছিলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে... এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়... বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যেকোনো একটা মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’
তিনি আরও বলেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও (আশরাফুল) বলছে, কথা বলছে। আমি দেখছি, সবসময় ও (আশরাফুল) থাকে ব্যাটারদের কাছাকাছি, থাকে প্র্যাকটিসে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাল্লাহ।’