ডেঙ্গু থেকে টাইফয়েড ও জন্ডিস, বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

মোহাম্মদ মোস্তফা শাকিল
মোহাম্মদ মোস্তফা শাকিল © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের শিক্ষক মোহাম্মদ মোস্তফা শাকিল অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। 

জানা যায়, গত চার মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন শিক্ষক মোহাম্মদ মোস্তফা শাকিল। প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত হন, যা পরবর্তীতে টাইফয়েড ও জন্ডিসে পরিণত হয়। এতে তার লিভারের প্রায় ৯০ শতাংশই অকেজো হয়ে পড়ে। মৃত্যুর আগে শরীরের কোনো অঙ্গই কার্যকর ছিল না। ইনজেকশন দিলেও তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

মিরপুরের রাকিন সিটি জামে মসজিদে মোহাম্মদ মোস্তফা শাকিলের জানাজা মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানান, শিক্ষক মোহাম্মদ মোস্তফা শাকিল ছিলেন একজন আদর্শ শিক্ষক। শিক্ষার্থীদের সঙ্গে ছিল তার সুসম্পর্ক। তার নিজ বিভাগের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন প্রিয় শিক্ষক। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীরা শোকাহত।

এ বিষয়ে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কামরুজ্জামান দিদার বলেন, ‘আমাদের প্রভাষক মোহাম্মদ মোস্তফা শাকিল সোমবার রাতে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে কবুল করেন এবং তার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন। তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা ও দোয়ার অনুরোধ করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।’