ঢাবি অধিভুক্ত মেডিকেলের প্রফের নতুন সূচি প্রকাশ

ঢাবি অধিভুক্ত ঢাকার ৪টি মেডিকেল কলেজ
ঢাবি অধিভুক্ত ঢাকার ৪টি মেডিকেল কলেজ © টিডিসি ফটো

অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর বিভিন্ন প্রফের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আজ সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল জুলাই ২৫ (নতুন ও পুরাতন কারিকুলাম) সংশ্লিষ্ট মেডিকেলে সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এমবিবিএস দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনালের মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল পরীক্ষাও সংশ্লিষ্ট মেডিকেল অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার বিকেলে ঢাবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে ঢাকা ও স্যার সলিমুল্লাহসহ ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রফেশনাল পরীক্ষার পূর্বনির্ধারিত শিডিউল নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এ নিয়ে ‘ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি-জবি, নিহত রাফিউলের সহপাঠীরা পরীক্ষায় বসছেন কাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস।

পরে রাতে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে মেডিকেলের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে। ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভূমিকম্পজনিত কারণে কিছু সংক্ষক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থীগণ আতংকিত হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটসমূহের আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ তারিখের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’

সংশোধিত সূচি দেখুন এখানে