অবিশ্বাস্য এই রেকর্ডটি শুধুই মেসির

লিওনেল মেসি
লিওনেল মেসি © সংগৃহীত

বয়স যে কেবলই সংখ্যা তা প্রমাণ করেই যেন ছুটছেন লিওনেল মেসি। অবশ্য, এই ছুটে বেড়ানোর ইতি কোথায় গিয়ে টানবেন, তা এখনই বলা দুঃসাধ্য। সেই হিসেব কষার সময়ও এখন নয়। তবে মেসির জাদুকরী ছোঁয়ায় একের পর এক সাফল্য পাচ্ছে তার দল। 

এবার হ্যাটট্রিক অ্যাসিস্টের সঙ্গে এক দারুণ গোলও পেয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফ ফাইনালের টিকিট কেটেছে ইন্টার মায়ামি।

নতুন করে তিন অ্যাসিস্ট যোগ হওয়ায় মেসির ক্যারিয়ারের মোট অ্যাসিস্ট এখন ৪০৪টি। এতে হাঙ্গেরির কিংবদন্তি ফ্রেঞ্চ পুসকাসের সঙ্গে যৌথভাবে পেশাদার ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় শীর্ষে আর্জেন্টাইন এই সুপারস্টার। আর গোল সংখ্যা দাঁড়াল ৮৯৬–এ।

গোল–অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান এখন ১৩০০-তে। ফুটবল ইতিহাসে এককভাবে এই অনন্য রেকর্ড শুধুই মেসির। দ্বিতীয় স্থানে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো; গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সিআর-সেভেনের সংখ্যাটা ১২১৩।

১৩০০ গোল–অ্যাসিস্টে পৌঁছাতে মেসির ১১৩৫ ম্যাচ লেগেছে, অন্যদিকে ১২৯৮ ম্যাচ খেলেছেন পর্তুগিজ মহাতারকা। অর্থাৎ ১৬৩ ম্যাচ কম খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন মেসি। ম্যাচ প্রতি অবদানেও এগিয়ে মেসি। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের গড় ১ দশমিক ১৪৫, অন্যদিকে রোনালদোর ০ দশমিক ৯৩৪।

এছাড়া এক এমএলএস পোস্টসিজনে ১২টি গোল–অ্যাসিস্ট করেও নতুন রেকর্ড মেসির। ১৯৯৯ সালে আন্টে রাজভেরে করা ১০ গোল–অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দিয়েছেন ৩৮ বছর বয়সী মেসি।