মাদরাসায় দুই শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল
- ২৪ নভেম্বর ২০২৫, ১৬:২২
মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৪ খ্রিষ্টাব্দের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদপড়া শিক্ষার্থীদের জন্য সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণ করতে পারবে। আর ৯ ডিসেম্বর পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জরিমানাসহ রেজিস্ট্রেশন ফি পরিশোধ করার সুযোগ থাকবে।
রবিবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মাদরাসা শিক্ষা বোর্ড। দেশের সব অনুমোদিত মাদরাসার অধ্যক্ষ ও সুপারকে বিষয়টি জানিয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বেরোবির হলে ‘ম্যানার শেখানো’র নামে র্যাগিং, হাসপাতালে শিক্ষার্থী
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বিভিন্ন কারণে বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময়ে বিড়ম্বনায় না পড়তে হয়, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানো হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, এ পর্যায়ে শুধুমাত্র নতুন শিক্ষার্থীরাই বিলম্ব ফি দিয়ে তথ্য এন্ট্রি করতে পারবে। ইতোমধ্যে এন্ট্রি করা শিক্ষার্থীর তথ্য সম্পাদনা বা বাতিল করার কোনো সুযোগ নেই।
রেজিস্ট্রেশন ফি প্রদান বা তথ্য এন্ট্রি–সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩০৬৮৯০৯ নম্বরে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।