প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ: আসিফ নজরুল
- ২৪ নভেম্বর ২০২৫, ১৬:১৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দুইটি বড় অফিস থাকলেও তার সবচেয় বড় অফিস হোয়াটসঅ্যাপ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়া যায়। এই প্রক্রিয়ায় একজনের পরিবর্তে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে।
সংস্কার ভাবনা আরও বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন বলে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, আমরা খুব বেশি করতে পারিনি। তবে আশা করি, নতুন সরকারও এসব উদ্যোগ অব্যাহত রাখবে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্রকাঠামো দুর্বল করা যাবে না। যেকোনো প্রক্রিয়াই বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয়।
আইন মন্ত্রণালয়ের সংস্কারের ধারাবাহিকতার বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত ২১টি জায়গায় সংস্কার করা হয়েছে। তবে আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই প্রক্রিয়ায় যুক্ত না হলে, ধারাবাহিকতা বজায় না থাকলে সেগুলো টিকবে না।
প্রযুক্তির ব্যবহারে বিচারপ্রক্রিয়া সহজ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টার (ড. মুহাম্মদ ইউনুস) দুইটা বড় অফিস আছে। একটি তেজগাঁওয়ে, আরেকটি ওনার বাসার নিচতলায় অফিস। কিন্তু ওনার সবচেয়ে বড় অফিস কোনটা জানেন? উনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার। উনি আধা ঘণ্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপেই আমাকে পাঠিয়েছেন, বাংলাতে। তো আমরা কেন সবাই পারি না? হোয়াটসঅ্যাপই তো আপনার অফিস হতে পারে। সত্যিই পারে।