সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

বাংলাদেশ ‘এ’ দল
বাংলাদেশ ‘এ’ দল © সংগৃহীত

কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের সাথে সুপার ওভারের নাটকীয় ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনস। ছয় বছর আগে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালের দুঃসহ স্মৃতি যেন ফিরিয়ে দিয়েছে এ পরাজয়।

রবিবার (২৩ নভেম্বর) ফাইনালে নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১২৫) হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশ দল স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হয়ে মাত্র ৬ রানের পুঁজি সংগ্রহ করতে পারে। জবাবে পাকিস্তান মাত্র ৪ বলেই প্রয়োজনীয় রান পূর্ণ করে তৃতীয়বারের মতো টুর্নামেন্টের শিরোপা জেতে।

সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাট করেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে আসে ১ রান, কিন্তু দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফেরেন। পরের বল থেকে ওয়াইডের সাহায্যে ৫ রান আসে। তৃতীয় বৈধ বলে জিসান আলম বোল্ড হওয়ার ফলে বাংলাদেশ ৬ রানে থামে। পাকিস্তানের বিপক্ষে ৭ রানের জবাবে ব্যাট করা দলের খেলাটি মাত্র ৪ বলেই শেষ হয়।

এর আগে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। জিসান (৬) ও সোহান (২৬) ভালো শুরু দিলেও ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে দল চাপে পড়ে। জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন শূন্য রানে আউট হন। অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির আলী রাব্বিও (৮) ব্যর্থ হলে হারের আশঙ্কা দেখা দেয়।

শেষ ২ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে শহীদ আজিজের বিরুদ্ধে সাকলাইন ও রিপন তিনটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তোলেন। শেষ ওভারে প্রয়োজনীয় ৭ রান মেলাতে না পারায় ম্যাচ টাই হয়। সাকলাইন ১৬ ও রিপন ১১ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।

বোলারদের দাপটে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১২৫ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাকলাইনের দুর্দান্ত থ্রোতে ইয়াসির খান রানআউট হন। এরপর রিপন মণ্ডল (৩ উইকেট) ও রাকিবুল হাসান (২ উইকেট) পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে দেননি। সাদ মাসুদের ৩৮ রানের ওপর ভর করে পাকিস্তান ১২৫ রানে শেষ পর্যন্ত সীমিত হয়।