মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় তিন বাউলভক্তসহ ৪ জন আহত
- ২৩ নভেম্বর ২০২৫, ১৮:১৫
মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউলশিল্পী আবুল সরকারের সমর্থক ও স্থানীয় ‘তৌহিদী জনতাদের’ মধ্যে রবিবার ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতির কারণে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বিজয় মেলার মাঠের দক্ষিণ পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালে আলেম-ওলামারা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলার মাঠের সামনে সমবেত হয়। অন্যদিকে একই স্থানের অপর পাশে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার সমর্থকরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থান উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া–পাল্টাধাওয়া হয়।
সংঘর্ষে বাউল সমর্থক শিবালয়ের আব্দুল আলিম, সিংগাইরের আরিফুল এবং ঝিটকার জহিরুল আহত হন। অপর দিকে বাউল সমর্থকদের হামলায় আলেম-ওলামা পক্ষের নবগ্রাম ইউনিয়নের বড়ঙ্গখোলা গ্রামের আব্দুল আলিম আহত হন। আহত চারজনই বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।