১৫ দিনের ছুটিতে ঢাবি, ডিসেম্বরে শীতকালীন ছুটির কী হবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ রবিবার (২৩ নভেম্বর) থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ ১৫ দিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় আজ ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের হিসাব মতে, জরুরি পরিস্থিতির ছুটির পরদিন থেকে (৭ ডিসেম্বর) আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের শীতকালীন ছুটি থাকবে। এখন এই ছুটি বহাল থাকবে নাকি চলমান ছুটির সঙ্গে সমন্বয় করবে, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

যদি আগামী ৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি বহাল থাকে, তাহলে আজ (২৩ নভেম্বর) থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এক মাসের লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, এখন পর্যন্ত শীতকালীন ছুটি বহাল রয়েছে। শীতকালীন ছুটি বাতিলের বা সমন্বয়ের বিষয়ে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। আজকের প্রভোস্ট কমিটির সভায় উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ছুটির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, আজ সকালে প্রভোস্ট কমিটির জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। এ সময় দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বিভিন্ন হলের প্রভোস্টরা যুক্ত হন। সভা শেষে প্রভোস্ট কমিটি পাঠানো বিজ্ঞপ্তিতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ২২ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ বিকেল ৫টার মধ্যে খালি করতে প্রভোস্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। হল ত্যাগের সময় শিক্ষার্থীদের নিজেদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হওয়ার পাশাপাশি নিজ রুমের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ডাইনিং ও ক্যান্টিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়।