নির্বাচনে সারাদেশ ৩ ভাগে বিভক্ত হবে: ইসি সচিব
- ২৩ নভেম্বর ২০২৫, ১৬:০৩
জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন, এই তিন ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রবিবার (২৩ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন ও কমনওয়েলথের মধ্যে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, নির্বাচনের সময় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এলাকাগুলোকে লাল, হলুদ এবং সবুজ—এই তিন জোনে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া হবে।
কমনওয়েলথ মহাসচিবের উদ্ধৃতি দিয়ে ইসি সচিব জানান, সংস্থাটির সদস্য সংখ্যা ৫৬টি দেশ। বাংলাদেশ যদি কোনো সহযোগিতা চায়, তবে তা করতে তারা প্রস্তুত। এ সময় যুক্তরাজ্য (ইউকে) বাংলাদেশকে সহযোগিতা করছে জেনে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে।
ইসি সচিব জানিয়েছেন, নির্বাচন ঘিরে অপতথ্য ও ভুয়া খবর ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমনওয়েলথ। ঘানার নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিনিধিদল জানায়, এমন ঘটনা ঘটতে পারে। জবাবে ইসির পক্ষ থেকে জানানো হয়, কমিশন এ বিষয়ে প্রস্তুত রয়েছে এবং গণমাধ্যমের মাধ্যমে প্রতিনিয়ত সঠিক তথ্য তুলে ধরা হচ্ছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি বলেন, ‘এটার জন্য প্রচার-প্রচারণা খুব জরুরি। আমাদের দিক থেকে প্রচার আছে এবং রাজনৈতিক দলগুলোও এ ব্যাপারে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি।’