‘বংশ পরিচয় নেই, সেও নাকি এমপি হবে’— বিএনপি প্রার্থীর বক্তব্যের পর ফেসবুকে স্ট্যাটাস হাসনাতের
- ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মুখোমুখি লড়াই হতে যাচ্ছেন হেভিওয়েট প্রার্থীরা। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বিপরীতে লড়বেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আসন্ন নির্বাচন ঘিরে নানা কর্মসূচির মাধ্যমে প্রচারণায় ব্যস্ত রয়েছেন সব দলের নেতারা। এর মধ্যেই অন্য দলের প্রার্থীদের বংশ পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। শনিবার (২২ নভেম্বর) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি বলেন, ‘১০ জনের একটি দল আছে। এ দলের প্রার্থী নাকি এমপি হবে! যার বংশ পরিচয় নেই, বাপ-দাদার নাম নেই, সেও নাকি এমপি হবে। তারা নাকি বিএনপির সঙ্গে জোট করবে। বিএনপির কি এতোটাই আকাল পড়ছে যে তাদের সঙ্গে জোট করতে হবে।‘
তিনি আরও বলেন, ‘একটা এমপি হইতে গেলে পরে তার বাবা দাদার বংশ পরিচয় দরকার আছে। তাহলে কি পরিচয় দেবো আমরা? আমার কি পরিচয় দেবেন?
তার এ বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা তৈরি হয়। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একই আসন থেকে নির্বাচন করবেন, তাই তাদের ধারনা তাকেই উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী।
এর মধ্যেই হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যমে কুরআনের একটি আয়াত পোস্ট করেন। ‘তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।’ (সূরা লুকমান, আয়াত ১৮)।
তার পরেই তিনি লেখেন, ‘কৃষক, ভবঘুরে, শিক্ষিত-বেকার, আধাবেকার, রেমিটেন্স যোদ্ধা,আমার বাবার মতো রাজমিস্ত্রী, খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান, এবং যাঁরা নেতা বানায়, কিন্তু নেতারা যাদেরকে কখনোই মানুষ মনে করে না- এবার তাঁদের নিয়েই হবে আমার ব্যালট বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দিক।’