জনবল নিয়োগ দেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ, পদ ১৫, আবেদন নির্ধারিত ফরমে
- ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৪
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বন্দরের অধীন প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১১ পদে ১৫ শিক্ষক-কর্মচারী নিয়োগে ২০ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয়;
১. পদের নাম: প্রধান শিক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৯,৮২৫ টাকা;
২. পদের নাম: সহকারী শিক্ষক (পুরুষ);
পদসংখ্যা: ২টি;
বেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা;
আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৮৯৭, নেবে কর্মকর্তা-কর্মচারী
৩. পদের নাম: সহকারী শিক্ষক (মহিলা);
পদসংখ্যা: ৩টি;
বেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা;
৪. পদের নাম: সহকারী শিক্ষক (আইসিটি);
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা;
৫. পদের নাম: সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা);
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা;
৬. পদের নাম: সহকারী শিক্ষক (চারুকলা/ড্রয়িং);
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা;
আরও পড়ুন: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই
৭. পদের নাম: সহকারী শিক্ষক (বাদ্যযন্ত্র);
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা;
৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৫,৬৫০ টাকা;
৯. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৪,০৭৫ টাকা;
১০. পদের নাম: দপ্তরি–আয়া;
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৪,০৭৫ টাকা;
১১. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ১৪,০৭৫ টাকা;
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন এইচএসসি পাসেই
প্রার্থীর বয়স: ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং ৮ থেকে ১১ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের এই ওয়েবসাইটে আপলোডকৃত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের কপির সঙ্গে প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদ/ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, মুক্তিযোদ্ধা সনদ বা কোটা–সংক্রান্ত অন্যান্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ২-৮ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৯-১১ নম্বর পদের জন্য ৫০ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী বরাবর আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ ডিসেম্বর ২০২৫;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পায়রা বন্দর কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট