পাকিস্তানের কাছে পাত্তা পেল না শ্রীলঙ্কা
- ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৭
পাকিস্তানের কাছে আবারও হেরেছে শ্রীলঙ্কা। শনিবার (২২ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে পাকিস্তান।
এদিন টসে জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে তারা। ব্যাটে তেমন কেউ সুবিধা করতে পারেনি। তবে পাঁচে নেমে জানিথ লিয়ানাগে ৩৮ বলে ৪১ রানে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন।এছাড়া কুশাল পেরেরা ২৫, কামিল মিশরা ২২, পাতুম নিশঙ্কা ১৭ এবং হাসারাঙ্গা ১১ রান করেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ নওয়াজ ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ১৬ রানে নেন ৩ উইকেট। সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ১টি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব দুর্দান্ত সূচনা এনে দেন। প্রথম ৫ ওভারেই দল তোলে ৪৭ রান।
আইয়ুব ২০ রান করেই আউট হন। এরপর ওয়ান ডাউনে নেমে বাবর আজম ১৬ রান করলেও কখনোই ছন্দে ফিরতে পারেননি। এক বল পরেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন অধিনায়ক সালমান আলী আগা।
তবে অপর প্রান্তে ফারহান ছিলেন দুর্বার। মাত্র ৪৫ বলে ৮০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কার দারুণ প্রদর্শনী।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে চামারা নেন ২ উইকেট এবং শানাকা নেন ১ উইকেট।