ভূমিকম্প আতঙ্কে ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন ঢাবি শিক্ষার্থীরা
- ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১৫
শুক্রবার থেকে চারবার দেশজুড়ে ভূমিকম্প আঘাতের পর আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার থেকে হল ছেড়ে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে শুয়ে রয়েছে।
উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেয় হাজী মুহাম্মদ মুহসিন হলের ২০২২ - ২৩ সেশনের শিক্ষার্থী সাকিল আহামেদ বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত চারবার ভূমিকম্প হয়েছে। আমি আমার হলে নিরাপদ মনে করছি না। আমি হল থেকে এখানে বেশি নিরাপদ মনে করছি।
এদিকে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে কারিগরি বিবেচনায় রোববার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।