এক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প
- ২২ নভেম্বর ২০২৫, ২১:৫২
দেশে একের পর এক ভূমিকম্পে উদ্বেগ বাড়ছে। টানা দুই দিনে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কম্পন টের পাওয়া যায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূকম্পন হয়েছে। প্রথমটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩.৭। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা। পরের সেকেন্ডেই—সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে—আরেকটি ভূমিকম্প ঘটে, যার মাত্রা রিখটার স্কেলে ৪.৩ এবং উৎপত্তিস্থল নরসিংদী।
শনিবার সকালে—১০টা ৩৬ মিনিটে—আরেকটি মৃদু ভূমিকম্প হয়। সেটির কেন্দ্রও ছিল নরসিংদীর পলাশে এবং মাত্রা ছিল ৩.৩।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এর প্রভাব অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।
শুক্রবারের ওই মাঝারি মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া আতঙ্কে দৌড়াদৌড়ি, ভবন থেকে লাফ দেওয়া এবং ইট-পাথর খসে পড়ার ঘটনায় ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
টানা ভূকম্পনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বিশেষজ্ঞরা সবাইকে সচেতন থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।