ভূমিকম্প আতঙ্ক: কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আগামীকাল রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আজ শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্তসমূহ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এতে বলা হয়।

তথ্যমতে, ঢাবির বিভিন্ন আবাসিক হল ও বিভাগের শিক্ষার্থীরা ভূমিকম্পের পর ভীতসন্ত্রস্ত পরিস্থিতির মধ্যে ছিলেন। ভূমিকম্পের কারণে হল থেকে বের হতে গিয়ে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামীকালের ক্লাস–পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে।