তিন বছর পর্যন্ত ১৯তম বিজ্ঞপ্তি চান না নিবন্ধনধারীদের একটি অংশ

এনটিআরসিএ
এনটিআরসিএ © ফাইল ফটো

আগামী তিন বছর পর্যন্ত ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ না করার দাবি তুলেছেন ১৭ ও ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের একটি অংশ। তাদের দাবি, সনদের মেয়াদ বহাল থাকাকালীন নতুন নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হলে পূর্বের সনদ অকার্যকর হবে; তাই সনদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন নিয়মে পরীক্ষা নেওয়া উচিত নয়।

শনিবার (২২ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে নিবন্ধনধারী শিক্ষকদের একটি অংশ এই দাবি জানান। তারা মনে করেন, এনটিআরসিএর নতুন নীতিমালা কার্যকরের ফলে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়বে।

১৭তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থী মো. রবিউল ইসলাম বলেন, ‘এনটিআরসিএর সনদের মেয়াদ তিন বছর। আমরা ১৭ ও ১৮তম নিবন্ধনধারীরা সনদের মেয়াদ এবং বয়স—দুটোই পূরণ করি। কিন্তু নতুন নিয়মে নিয়োগ হলে আমাদের কষ্টার্জিত সনদের কোনো মূল্যই থাকবে না। তখন এই সনদ ব্যবহার করে কেউ আবেদন পর্যন্ত করতে পারবে না। এ অবস্থায় সনদের মেয়াদ বহাল থাকা পর্যন্ত নতুন নিয়মে নিবন্ধন পরীক্ষা না নেওয়াই যুক্তিযুক্ত।’

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থী মো. মামুনও একই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নতুন নিয়ম চালু হলে আমাকে আবার নতুন করে নিবন্ধন সনদ অর্জন করতে হবে। এতে আমার পূর্বের সনদের কোনো মূল্যই থাকবে না। আমরা কঠিন পরিশ্রম করে যে সনদ অর্জন করেছি তা যদি বাতিল হয়ে যায়, তাহলে আমাদের অবস্থান কোথায়? তাই এনটিআরসিএর উচিত ১৭ ও ১৮তম নিবন্ধনধারীদের সনদের মেয়াদ থাকা পর্যন্ত নতুন নিয়মে পরীক্ষা না নেওয়া।’

নিবন্ধনধারীদের এই অংশ আরও জানান, নতুন নিয়ম কার্যকর হলে হাজারো প্রার্থী চাকরির প্রতিযোগিতা থেকে অন্যায়ভাবে বাদ পড়বেন। তারা দাবি করেন, পুরোনো সনদধারীদের সুযোগ নিশ্চিত করেই যেকোনো নতুন ব্যবস্থা চালু করা উচিত। এনটিআরসিএ তাদের দাবি বিবেচনায় না নিলে বড় ধরনের আন্দোলনে যাওয়ার কথাও ভাবছেন তারা।