স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়ে কাল, গায়ে হলুদের ছবি ও নাচ ভাইরাল
- ২২ নভেম্বর ২০২৫, ১৭:১১
ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়ছেন। জীবনের নতুন ইনিংস শুরু করার আগেই শুভেচ্ছায় সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
ইতিমধ্যেই শুরু হয়েছে স্মৃতি–পলাশ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা। শুক্রবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের মঞ্চেই আংটি বদল করেন এই ক্রিকেট–বলিউড যুগল। এর পরদিনই অনুষ্ঠিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান, যার ছবি-ভিডিও ঝড় তুলেছে অনলাইনে।
হলুদ থিমে সাজানো অনুষ্ঠানে উজ্জ্বল লেগেছে বর–কনেকে। স্মৃতির সঙ্গে নাচে যোগ দেন সতীর্থ জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ঠাকুর, রাধা যাদব ও রিচা ঘোষ। তাদের প্রাণখোলা নাচ ও হাসিমুখের মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
বিয়ের আগে বিশেষ মুহূর্তও শেয়ার করেন পলাশ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামেই চোখ বেঁধে রাখা স্মৃতিকে হাঁটু গেড়ে প্রোপোজ করেন তিনি। আংটি হাতে পলাশের সেই আবেগঘন ভিডিওর ক্যাপশনে লেখা ছিল—‘ও হ্যাঁ বলেছে’।
রবিবার মূল বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন স্মৃতি ও পলাশ। স্মৃতি মান্ধার কোটি ভক্তের হৃদয় ভাঙলেও তারা শুভেচ্ছা জানাচ্ছেন নতুন জুটিকে।