৫ দফা দাবিতে সিইউএফএলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

সিইউএফএলের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সিইউএফএলের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) ‘এক কর্পোরেশন এক স্কেল’সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকে ‘চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ সর্বস্তরের শ্রমিক কর্মচারীবৃন্দের’ ব্যানারে এ বিক্ষোভে বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে সিবিএর আইন সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চলনায় বক্তব্য দেন সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সিবিএর সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, সিবিএ নেতা আরিফুর রহমান, সিবিএ নেতা জালাল আহমেদ,  সিবিএ নেতা সাকিব আরমান প্রমুখ।

এ সময় বক্তারা ‘এক কর্পোরেশন এক স্কেল’, সিইউএফএলে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ নিশ্চিতকরণ, পে কমিশনভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরী কমিশনভুক্তদের ৫ শতাংশ প্রণোদনা এরিয়াসহ ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করা, শ্রমিক কর্মচারীদের দ্রুত প্রমোশন, উচ্চতর গ্রেড ও লাম্পগ্রান্ট বাস্তবায়ন করাসহ জরুরি ভিত্তিতে ডিপিপি বাস্তবায়ন করার দাবি জানান।

মানববন্ধনে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এসে শ্রমিক-কর্মচারীদের দাবির সঙ্গে একমত পোষন করে বলেন, ‘শ্রমিক-কর্মচারীদের এসব দাবি-দাওয়া শতভাগ যৌক্তিক। শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রাণ। তারা যদি সন্তুষ্ট না থাকে তাহলে কারখানা ভালোভাবে চলতে পারবে না। তাই শ্রমিকদের এসব দাবি-দাওয়া আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ভূমিকা পালন করব।’

মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিইউএফএল কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে।