২৪ ঘণ্টায় ফের ভূমিকম্প, যা বলল আবহাওয়া অফিস

প্রতীকি ছবি
প্রতীকি ছবি © ফাইল ছবি

২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফের ৩ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের ভূমিকম্পটি একটি মাইনর ভূমিকম্প। গতকালের ভূমিকম্পটি ছিল উত্তরমুখী, যা থেকে আজকেরটি ভিন্ন প্রকৃতির।

তিনি আরও বলেন, এটি একটি মৃদু ভূমিকম্প এবং এটি কোনোভাবেই আফটারশক নয়। আপাতত আর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এর আগে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।