১২ বছর পর মেটা ছাড়ছেন প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন

মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন
মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন © সংগৃহীত

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১২ বছর পর মেটা ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোম্পানির প্রধান এআই বিজ্ঞানী ও বিশ্বখ্যাত গবেষক ইয়ান লেকুন।

২০১৩ সালে ‘নিউ ইয়র্ক ইউনিভার্সিটি’র অধ্যাপক লেকুন মেটায় যোগ দেন। শুরুতে তিনি নেতৃত্ব দেন কোম্পানির ‘ফান্ডামেন্টাল এআই রিসার্চ’ (ফেয়ার) ল্যাবে। পরে তাকে মেটার চিফ এআই সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

থ্রেডস-এ দেওয়া এক পোস্টে লেকুন বলেন, ‘গত কয়েক বছর ধরে ফেয়ার, এনওয়াইইউ এবং বাইরের সহকর্মীদের সঙ্গে মিলে যে ‘অ্যাডভান্সড মেশিন ইন্টেলিজেন্স’ (এএমআই) স্টার্টআপ গড়ে তুলেছি, তার গবেষণা আমি চালিয়ে যাব।’

তিনি জানান, নতুন এই স্টার্টআপের সঙ্গে পার্টনারশিপ করবে মেটা। এএমআই-এর লক্ষ্য ‘এআইতে পরবর্তী বড় বিপ্লব ঘটানো”— এমন এক সিস্টেম তৈরি করা, যা বাস্তব পৃথিবীকে বুঝতে পারবে, দীর্ঘসময় তথ্য ধারণ করতে পারবে, যুক্তি প্রয়োগ করতে পারবে এবং জটিল কাজ পরিকল্পনা করতে সক্ষম হবে।

লেকুন আরও বলেন, ‘এএমআই থেকে পাওয়া গবেষণার ফলাফল অর্থনীতির বহু খাতে ব্যবহার করা যাবে, যেগুলোর কিছু মেটার ব্যবসার সঙ্গেও মিলে যায়। সম্পূর্ণ স্বাধীন সত্তা হিসেবেই এএমআই এগোবে, যাতে এর প্রভাব যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।”

গত কয়েক মাস ধরে লেকুনের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নানা জল্পনা চলছিল। এ বছরের শুরুতে মেটা প্রায় দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করে আরেক এআই স্টার্টআপ স্কেলএআই-তে এবং তাদের ২৮ বছর বয়সী সিইও আলেকজান্দার ওয়াংকে প্রধান এআই অফিসার হিসেবে নিয়ে আসে।

এছাড়া জিপিটি-৪ তৈরিতে জড়িত গবেষক শেংজিয়া ঝাওকে দলে ভেড়ানোর পাশাপাশি ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’-এর প্রধান এআই বিজ্ঞানী পদেও নিয়োগ দিয়েছে মেটা।

তবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) নিয়ে কিছুটা সন্দিহান লেকুন। ‘বিগ টেকনোলজি’ পডকাস্টে তিনি বলেন, ‘কেবলমাত্র এলএলএম বড় করলেই মানবসমতুল্য এআই পাওয়া যাবে না।”

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সাম্প্রতিক এক সম্মেলনে নতুন গবেষকদের উদ্দেশে লেকুন বলেছেন, ‘নিশ্চিতভাবেই আমি এলএলএম নিয়ে কাজ করব না।”

এদিকে মেটাও নিজেদের এআই টিমে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনছে। গত মাসেই ‘সুপার ইন্টেলিজেন্স’ দল থেকে কয়েকশ কর্মী ছাঁটাই করা হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, লেকুন নিজের গবেষণার জন্য মেটায় যথেষ্ট রিসোর্স পাচ্ছিলেন না। কারণ ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে মেটা এখন বেশি মনোযোগ দিচ্ছে এলএলএম নির্মাণে।