বিশ্ববাজারে কমল সোনার দাম
- ২২ নভেম্বর ২০২৫, ০০:২৬
যুক্তরাষ্ট্রে শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (২১ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৬.২১ ডলারে। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম কমেছে ১ শতাংশ। খবর রয়টার্সের
প্রতিবেদনে দেখা গেছে, অক্টোবরে নন-ফার্ম সেক্টরে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে ১ লাখ ১৯ হাজার, যা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি। তবে একই সঙ্গে বেকারত্বের হার চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে।
ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৭ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩.৩০ ডলারে নেমেছে। ট্রেডাররা এখন ডিসেম্বরের নীতি-সভায় ফেড হার কমানোর সম্ভাবনা মাত্র ৩৩ শতাংশ হিসেবে দেখছেন, যা গত সপ্তাহের ৪৪ শতাংশ থেকে কমে এসেছে।
ফেডের ক্লিভল্যান্ড শাখার প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের যুক্তিতে আরও হার কমানোর বিষয়ে সতর্কতা জানিয়েছেন। এদিকে সুদের হারের অস্থিরতা এশিয়ার স্বর্ণবাজারে চাহিদা দুর্বল করে দিয়েছে। সম্ভাব্য ক্রেতারা অপেক্ষার কৌশল নিচ্ছেন। যদিও স্বল্পমেয়াদে স্বর্ণবাজার চাপের মুখে, বিশ্লেষকদের মতে স্বর্ণের ভিত্তিমূলক চাহিদা এখনও শক্ত। ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, শেয়ারবাজারের উচ্চ ঝুঁকি, ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর প্রবণতা এসব কারণ স্বর্ণের প্রতি কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের আগ্রহ ধরে রাখবে।
এদিকে রুপার দাম ৩.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪৮.৯৪ ডলারে নেমে যায়। প্লাটিনাম ১.৩ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ১ হাজার ৪৯১.৩৬ ডলার ও প্যালাডিয়াম ২ শতাংশ কমে ১ হাজার ৩৫০.৫০ ডলারে লেনদেন হয়।