মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নবীনগরে বিএনপি সমর্থকদের মশাল মিছিল
- ২১ নভেম্বর ২০২৫, ২২:৩২
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের উদ্যোগে পৌর এলাকার আলিয়াবাদ গোল চত্বরে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মশাল মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব রুবেল আকরাম, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মান্নান ‘কালো জাদুর মাধ্যমে’ পকেট কমিটি গঠন করে নিজের কাছের লোকদের দিয়ে সংগঠনে প্রভাব বিস্তার করছেন। গত ১৫ বছরে তিনি কোথাও আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন না বলেও বক্তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, ‘২০১৮ সালে নবীনগর থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করা কাজী নাজমুল হোসেন তাপস মাঠে জনসম্পৃক্ততা, ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। দলের প্রতি তার অবদান মূল্যায়ন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দাবি জানাচ্ছি।’
সমাবেশ শেষে নেতাকর্মীরা জানান, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, তবে যোগ্যতা ও ত্যাগের সঠিক মূল্যায়ন চাই।