ব্যাটে-বলে রান না করেও সুপার ওভারে ভারতকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল © টিডিসি ফটো

শ্বাসরুদ্ধকর এক ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার কাতারের দোহায় বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া সেমিফাইনালে দুই দলের লড়াই জমে ওঠে শেষ বল পর্যন্ত।

টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ঝড়ো ব্যাটিংয়ে দলের রান দ্রুত বাড়াতে থাকেন।  জিসান ১৪ বলে ২৬ রান করে আউট হলেও, সোহান দারুণ ব্যাটিংয়ে ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন।

মিডল অডারে দ্রুত উইকেট পড়লেও শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন মেহেরব ও ইয়াসির রাব্বি। বিশেষ করে মেহেরবের ১৮ বলে ৪৮ রানের ইনিংস দলকে বড় পুঁজি এনে দেয়। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ১৯৪ রানে।

জবাবে ভারতও দুর্দান্ত শুরু করে। মাঝে বাংলাদেশ চাপে ফেললেও শেষদিকে ফিল্ডিংয়ে একের পর এক ভুলে ম্যাচ টাই হয়ে যায়। ভারত ৬ উইকেটে ১৯৪ রান করে ম্যাচকে নিয়ে যায় সুপার ওভারে।

সুপার ওভারে বাজিমাত করে বাংলাদেশ। বল হাতে রিপন মন্ডল পরপর দুই বলে ভারতের দুই ব্যাটারকে আউট করে ম্যাচ নিজেদের দিকে টেনে আনেন। ভারতের দেওয়া লক্ষ্য ছিল মাত্র ১ রান। ওয়াইড বলেই সেই রান উঠে যায়, বাংলাদেশ পৌঁছে যায় কাঙ্ক্ষিত ফাইনালে।