মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েই ভূমিকম্পে প্রাণ হারালেন মেডিকেল শিক্ষার্থী রাফিউল
- ২১ নভেম্বর ২০২৫, ১৫:৩৮
রাজধানীর পুরান ঢাকায় মা নুসরাত বেগমের সঙ্গে মহিষের মাংস কিনতে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের সময় বংশালের কসাইটুলিতে একটি ভবনের নিচতলায় নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে।
এই ঘটনায় গুরুতরভাবে আহত হন রাফিউল ও তার মা নুসরাত। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। রাফিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মা নুসরাত হাসপাতলে চিকিৎসাধীন। তিনি মাথায় আঘাত পেয়েছেন।
নিহতের গ্রামের বাড়ি বগুড়ায়। বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর এসএসএমসিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন রাফি। বংশাল কসাইটুলিতে পরিবারসহ বসবাস করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফি। ভবনের একটি ইট তার মাথায় পড়লে মারা যান তিনি। এ ঘটনায় রাফির মাও গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় নিহত বাকি দুজন হলেন আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহরাব হোসেন রিমন (১২)। তারা রাজধানীর সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর।