তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ করলেন ছাত্রদল নেত্রী নওরিন

ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রদল নেত্রী উর্মির
ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রদল নেত্রী উর্মির © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ও জিগাতলা এলাকার ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মিসহ তার সহযোগীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, নিজেদের পকেট খরচের টাকা থেকে জমানো অর্থ দিয়ে নওরিন, নার্সিং ইনস্টিটিউট ছাত্রদলের নিয়াজ সাগরসহ তার সহযোগীরা পথের ধারে থাকা অসহায় নারী, পুরুষ ও বৃদ্ধদের হাতে কম্বল তুলে দেন।

এ বিষয়ে জান্নাতুল নওরিন উর্মি দ্য ডেইলি ক্যম্পাসকে বলেন, আমাদের সামান্য পকেট খরচের টাকা কারও জীবনে উষ্ণতা দিতে পারে—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা জনাব তারেক রহমানের জন্মদিনকে মানুষের উপকারের মাধ্যমে উদযাপন করতে চেয়েছি।