ঐতিহ্যবাহী নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের রি-ইউনিয়ন ২৬ ডিসেম্বর

নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ রি-ইউনিয়ন
নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ রি-ইউনিয়ন © টিডিসি ফটো

ঐতিহ্যবাহী নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ রি-ইউনিয়ন। বিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এত বড়সড় পুনর্মিলনী আয়োজন করা হচ্ছে। এটি প্রাক্তন শিক্ষার্থীদের বহু আলোচনার পর চূড়ান্ত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, স্মৃতির টানে এবং প্রাক্তনদের গর্বের বন্ধনে এ আয়োজন হবে এক অনন্য মিলনমেলা।

আহ্বায়ক কমিটির প্রধান জনাব দেওয়ান হাফিজুর রহমান ঝিলু বলেন, ‘এবারের আয়োজন হবে মানিকগঞ্জের সেরা রি-ইউনিয়ন। প্রাক্তনদের মিলনমেলায় আমরা একটি অনন্য দিন উপহার দিতে চাই।’ আয়োজক কমিটি জানায়, দেশের শ্রেষ্ঠ শিল্পীদের নিয়ে এক দুর্দান্ত সাংস্কৃতিক সন্ধ্যার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা মানিকগঞ্জে বিশেষ আলোড়ন সৃষ্টি করবে।

বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম এমন মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে প্রবাসীসহ দেশ-বিদেশে থাকা বহু প্রাক্তন শিক্ষার্থী উচ্ছ্বাসের সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা করছেন। আয়োজকরা জানান, সিনিয়র থেকে জুনিয়র—সবাই এতটাই উৎসাহী যে এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং জীবনের সবচেয়ে বড় পুনর্মিলনী হয়ে উঠছে। এ আয়োজনকে স্মরণীয় করে তুলতে তারা সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছেন।

রি-ইউনিয়নকে আয়োজকরা শুধু অনুষ্ঠান নয়, বরং একসঙ্গে বেড়ে ওঠার ইতিহাস, স্মৃতি, ভালোবাসা ও গর্বের উদযাপন হিসেবে দেখছেন। তাই যেন কেউ বাদ না পড়ে—এমন প্রত্যাশায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

যাদের রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি, আয়োজকরা তাদের দ্রুত রেজিস্ট্রেশন করার অনুরোধ জানিয়েছেন। রেজিস্ট্রেশন ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবেন না বলে তারা স্পষ্ট করে দিয়েছেন। শৈশবের স্মৃতি ও বন্ধুত্বের বন্ধনকে কেন্দ্র করে রি-ইউনিয়নের মাধ্যমে সবাইকে আবারও সেই সোনালি সময়ের স্মৃতিতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।