দেশে পৌঁছালো মেঘনা গ্রুপের আমদানিকৃত এক বিলিয়ন ডলারের সয়ার চালান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এক বিলিয়ন ডলারের সয়া রপ্তানি প্রতিশ্রুতির অংশ হিসেবে মেঘনা গ্রুপে পৌঁছানো সয়াবিনের নতুন চালানকে স্বাগত জানান মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন।

মুক্ত বাণিজ্য ও পুষ্টি নিরাপত্তার অংশ হিসেবে আমেরিকার কৃষকদের উৎপাদিত এই সয়াবিন বাংলাদেশের মৎস্য ও পোলট্রি খাতকে সহায়তা করবে। মেঘনা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন ক্রয় করেছে।

এর আগে, গতমাসে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি গ্রুপ ও ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্র থেকে এক বছরে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের সয়াবিনবীজ আমদানি করবে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) ও ইউএস সয়ের সঙ্গে আগ্রহপত্র (এলওআই) সই হয়।