একযোগে মাউশির ৫ কর্মকর্তাকে বদলি 

মাউশি
মাউশি © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বড় রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির পাঁচ কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে তাদের বদলির আদেশ জারি করা হয়েছে।

বদলির প্রজ্ঞাপন থেকে জানা গেছে, মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-২ বদরুন নাহারকে বদলি করা হয়েছে। বিসিএস ২৬ ব্যাচের এ কর্মকর্তাকে ইডেন মহিলা কলেজে বদলি করা হয়েছে। তিনি গণিত বিষয়ের সহকারী অধ্যাপক।

পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-৫ মো. শাহেদ শাহানকে যশোর সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। বিসিএস ৩২ ব্যাচের এ কর্মকর্তা ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক।

মাউশির কমার্শিয়াল সেকশনের অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমানকে মাদারীপুরের শিবচরের বরহামগঞ্জ সরকারি কলেজে হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক পদে বদলি করা হয়েছে।

মাউশির এসিআর শাখার কর্মকর্তা জ্যাক পারভেজ রোজারিওকে টঙ্গী সরকারি কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তা রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক। এছাড়া মাউশির প্রশিক্ষণ শাখার গবেষণা কর্মকর্তা বিসিএস মোহাম্মদ আবুল হোসেন কায়েসকেও বদলি করা হয়েছে। তিনি বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা।